জুনিয়র ক্যামব্রিয়ান হলো প্রি-প্রাইমারি শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন ভিত্তিক পূর্ণাঙ্গ স্কুল। জুনিয়র ক্যামব্রিয়ানের মূল উদ্দেশ্য হলো প্রি-প্রাইমারি লেভেলের শিক্ষার্থীদের জন্য পড়াশুনাকে আনন্দদায়ক করে তোলা। প্রতিটি লেসনকে আমরা সাজিয়েছি শিক্ষার্থীদের উপযোগী করে এনিমেশন করে। প্রতিটি লেসনেই রয়েছে ভিডিও, অডিওবুক, ইবুক, পিকচার কুইজ, ড্রাগ অ্যান্ড ড্রপ, ব্রেইন গেমস, ইন্টিলিজেন্ট অ্যাক্টিভিটি ইত্যাদি। আমাদের চাওয়া যেকোনো ভাবেই হোক শিক্ষার্থীরা যেন আনন্দ নিয়ে পড়াশুনাকে উপভোগ করতে পারে। আর আমরা এটুকু গ্যারান্টি দিতেই পারি এখানকার প্রতিটি ক্লাস শিক্ষার্থ ীরা মনোযোগ দিয়ে দেখবে এবং প্রতিটি ক্লাস থেকেই নতুন নতুন কিছু শিখবে।
এখান থেকে দেশ ও দেশের বাইরে থাকা শিক্ষার্থীরাও এই স্কুলের পাঠ্যক্রমে অংশগ্রহণ করতে পারবে। এখানে প্রতিটি শিক্ষার্থীর জন্য রয়েছে বাংলা, ইংরেজি, গণিত, ধর্ম (ইসলাম ধর্ম /হিন্দু ধর্ম) হ্যান্ড রাইটিং, মিউজিক. আর্ট অ্যান্ড ক্রাফট মিলিয়ে একটি প্যাকেজ। এছাড়াও অভিভাবকদের জন্য রয়েছে স্মার্ট প্যারেন্টিং বিষয়ক কোর্স, যা থেকে একজন অভিভাবক তার সন্তানকে কিভাবে লালন-পালন করবেন সে বিষয়ে বিস্তারিত ধারণা।
আমাদের কোর্স কনন্টেন এর কিছু ধারণাÑ
ভিডিও কনটেন্ট- শিক্ষার্থীদের জন্য খেলার ছলে প্রতিটি এনিমেটেড ভিডিও থাকছে যা দেখে শিক্ষার্থীরা খুবই আনন্দ সহকারে ভিডিওগুলো বার বার দেখে শিখতে পারবে।
অডিওবুক- শিক্ষার্থীরা যেন গান শোনার ছলে তাদের ছড়া ও গল্পগুলোকে শিখতে পারে তাই এখানে অডিওবুক দেয়া থাকছে, যা পড়াশুনার ক্ষেত্রে একটি ভিন্ন মাত্রা যোগ করবে।
ইবুক: এখানে প্রতিটি ক্লাসের পিডিএফ থাকছে, যা ডাউনলোড করে শিক্ষার্থীরা পড়তে পারবে ও প্রিন্ট করে লেখতে পারবে।
কুইজ: আমাদের এখানে ইন্টারেক্টিভ কুইজ থেকে শিক্ষার্থীরা ইমেজ বেইজড MCQ, Drag & Drop শূণ্যস্থান পূরণ, বাক্য তৈরি, বামপাশের ছবি/শব্দের সাথে ডান পাশেরটির মিলকরণ ইত্যাদি শিখতে পারবে।
লাইভ ক্লাসরুম: শিক্ষার্থীরা যেন টিচারদের সাথে সরাসরি কথা বলতে পারে, তাই প্রতি সপ্তাহে ২/৩টি লাইভ ক্লাসের ব্যবস্থা থাকছে। এছাড়াও থাকছে ১ টু ১ শিক্ষার্থী সাপোর্ট।
লাইভ পরীক্ষা: শিক্ষার্থীর লেখাপড়ার উপর ভিত্তি করে সাপ্তাহিক, মাসিক ও টার্ম অনুযায়ী পরীক্ষার ব্যবস্থা রয়েছে।
এছাড়াও থাকছে প্রতিটি বিষয়ের বইয়ের প্রিন্টেড ভার্শন কেনার সুযোগ।
TRADE LICENCE NO: 152137 | TIN NO: 824536434528 |